Skip to main content

Posts

Showing posts from May, 2017

একটি দাম্পত্য কলহের সূত্রপাত

বিয়ে করে আসার পর থেকে এই ঘরটাতেই আছি৷ আমাদের ঘরটা আমার ভীষণ ভীষণ মনের মতন৷ এই ঘরটায় আমাদের থাকতে দেওয়ার জন্য আমি ওনাদের কাছে খুবই কৃতজ্ঞ৷ হ্যাঁ, ওনারা মানে এই ঘরের আদি বাসিন্দা যারা, মশা মহোদয়বৃন্দ৷ শুধু মুশকিল একটাই ওনারা সংখ্যায় কয়েক শো৷ ফলত আমাদের privacy র একটু সমস্যা হয়েই যায়৷ এই যেমন গতকাল রাত্তিরে, ওনারা দুই - তিন জন মশারির মধ্যে ঢুকে পড়েন৷ আমি মন দিয়ে whtsapp এ বন্ধুদের সাথে মশগুল আর কুমার বাহাদুর আমার সতীনে থুড়ি গল্পবইতে ডুবে, তখনই ওনারা আমাদের কানের কাছে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করতে শুরু করলেন৷ আমিতো কৃতজ্ঞতার দায়ে আবদ্ধ, তাই ignore করলাম৷ কিন্তু আমার কত্তা বাবু লম্ফঝম্ফ শুরু করে দিলেন৷ সে তো মশারির মধ্যে মশা দেখলে এতই বিচলিত হয়ে ওঠে যেন মশা না ওর দিকে মৌমাছি বা ভীমরুল ধেয়ে আসছে৷ যাগগে .... একবার তাকিয়ে দেখলুম দুটোকে চিরনিদ্রায় পাঠিয়ে দিয়ে তিন নম্বরটাকে গোল গোল চোখ করে ঘাড় এদিক ওদিক ওপর নীচ ঘুরিয়ে খুজে চলেছে৷ ওর মুখের ঐ ভাবভঙ্গি দেখে আমি ভাবলুম তৃতীয়টাকে মারার বিজয় মুহুর্তটা ক্যামেরা বন্দী না করলেই নয় ৷ ফোনে ক্যামেরার বোতাম টা অন করে দেখি কুমার বাহাদুর তার তৃতীয় target খু

ম্যায় ফির ভি তুমকো চাহুংগা

রাতের ঘন অন্ধকার আকাশে যখন ঝড় উঠল...বিছানার গা লাগোয়া জানলা দিয়ে আসা বৃষ্টির ছাঁটে ভিজতে ভিজতে কানে গুঁজলাম headphone .... arijit singh এর "লাল ইশক্ "শুনতে শুনতে বিভোর হয়ে মনে মনে ভেসে যেতে যেতে ভাবছি এর থেকে ভালো আর কি হতে পারে....আর কিচ্ছু চাই না...এই খানেই সময় আটকে থাকুক... হঠাৎ চিৎকার ... "এই মাঝরাতে তুই আবার ভিজছিস!!!! আরে , বিছানাটাও তো ভিজে গেল জানলা বন্ধ কর তাড়াতাড়ি!! ঠান্ডা লেগে যাবে তো ... এই মেয়েকে নিয়ে আর পারিনা ... শুধু বয়সটাই বেড়েছে.....উফ্ ফ্ ফ্ " 😲 এই সব  ডায়লোগবাজী করে..আমার সমস্ত romanticism আলুভাতে করে... আবার তিনি গভীর ঘুমে ডুবে গেলেন .... গজগজিয়ে জানলা বন্ধ করতে করতে ভাবলুম...কি জ্বালা!!! হুঁহ্ !! এনাদের আলাদা বিশেষ দিনের দরকার পরে না .এই হলো আসল মাতৃদিবস....সবদিন...প্রতিদিন....রোজদিন ...শুধু দিন না দিন...দুপুর....রাত...সন্ধ্যে সঅঅঅবব  headphoneএর sountrack change হয়ে বেজে উঠল ..... ম্যায় ফির ভি তুমকো চাহুংগা ...  ফেসবুক লিঙ্ক