Skip to main content

Posts

Showing posts from February, 2017

শুভ ঝগড়া দিবস

মানুষের ঝগড়া নানা কারণে হতে পারে .... কিন্তু একটা বেজি.... একটা বেজির কারণে ঝগড়া কি সম্ভব???? হ্যাঁ , একটা বেজিকে নিয়েই..... আমার ২৫০ বছরের পুরোন নতুনবাড়ীতে ও নতুনবাড়ীর বাগানে মানুষের সাথেই সহাবস্থান করে বেজি , ভাম ,গন্ধগকুল , সাপ ইত্যাদি ইত্যাদি৷ তারা তাদের সংসারে নিজেদের মতন থাকে আমাদের বিরক্ত করে না ৷মাঝে মধ্যে শুধু বেজিদের দৌড় ঝাঁপ চোখে পড়ে ৷আর এদের দেখতে পেলেই এদের চেয়ে ১০ গুন আকারে বড় আমি ভয়ে যা চিৎকার করি তা শুনে ওদের পাশাপাশি বাড়ীর লোকজনেরও পিলে চমকে যাবার জোগাড় হয় ৷ আজ এই এক বেজিই আমাদের শোবার ঘরে ঢোকার তাল করছিল..এই নিয়েই বড়সড় সিরিয়াস ঝগড়া হয়ে গেল কত্তার সাথে৷ সেতো হুকো মুখ নিয়ে নিজের কর্মস্থল চলে গেল .... আমার মাথাটা একইসাথে ক্লক ওয়াইস এবং anti- ক্লক ওয়াইস ঘুরে চলায় , আগে থেকেই ইস্কুল যাব না বলেই ঠিক করেছিলাম৷ ঝগড়ার রেশ না কাটায়...মাথার মধ্যে ঝগড়ায় নিজের সমর্থনে বেশকিছু যুক্তি দিয়ে আমি কতটা ঠিক আর বর কতটা ভুল সেই বিচার করছি .... হঠাৎ মন বলে উঠল, " খুবতো বরকে দোষ দেওয়া হচ্ছে.... এই যে কাল একসাথে ফেরার সময় মোমো খাওয়াল তার বেলা?? " মাথা রেগে বলল, " থাপার মো

একটা চেয়ার আর কিছু গল্পকথা

দোলনা চাপতে কার না ভালো লাগে....আমার তো ছোটবেলা থেকেই দোলনার প্রতি অমোঘ আকর্ষণ...কিন্তু মুশকিলটা ছিল মানুষটা আমি ছোট থেকেই বেশ মোটাসোটা, ফলত দোলনা চাপলেই আশপাশ থেকে কেউ না কেউ বলে উঠত "এইরে দোলনাটা ভেঙে পড়ল বলে" বা "দোলনাটা হাতিদের চড়ার জন্য নয়" আরও কত কি...খুব কষ্ট হত.... কষ্টে ঝপাং ঝাপ দিয়ে নেমে পড়তাম। তখন কলেজে পড়ি...আমার সবথেকে ভালো বন্ধুর বাড়ির উল্টো দিকে একটা পার্ক ছিল...প্রথম দিনই ওদের বাড়ি যাওয়ার সময় লক্ষ্য করেছিলাম ওই পার্কটিতে দুটো দোলনা আছে এবং যার সামনে বড় বড় অক্ষরে লেখা ছিল "২-৫ বছরের শিশুদের জন্য" ... তাতে কি !!! প্রথম ভালোবাসার টানে মানুষ সব অন্যায় করতে পারে ... যেদিন ওদের বাড়ীতে রাত্তিরে থাকতাম ... ৬টার পর পার্ক বন্ধ হয়ে গেলে ... অন্ধকারে ছোট পাঁচিল টপকে আমরা পার্কে ঢুকতাম ... আর মনের আনন্দে আমি দোল খেতাম ... ভাবলাম কি ভালো ... কেউ কিছু বলার নেই বারণ করার নেই ... কোন সময় সীমা নেই যতখুশি যতক্ষণ খুশি দোল খাও। এইভাবে ২-৩ বার সাধ পুরণের পরই ... একদিন পার্কের পাশের বাড়ী থেকে চিৎকার শোনা গেল "কে?? কেএএএ? কারা পার্কে?? প্রায়ই পার্ক বন্ধ হব