Skip to main content

Posts

Showing posts from June, 2017

রোজনামচা

একটি মানুষের curiosity লেবেল কতটা হতে পারে??!!! এতটাই যে সে একমিনিটে অন্তত ১৪-১৫ বার "বলো" বলতে পারে ৷ আজ সন্ধ্যে বেলায় একটা ফোন এসেছিল আমার, কোন নাম ওঠেনি একটা অপরিচিত নাম্বার ৷ যাইহোক ফোনটা ধরতে আমার সবচেয়ে ভালো বন্ধু বুঁচির গলা ভেসে এল , " ফাঁকা আছিস ??" "হ্যাঁ , কেন ?? " "অনলাইন আয় , কথা বলতে পারব না , দরকার আছে " "আচ্ছা , আসছি ৷" কুমার বাহাদুরের একতরফা কথা শুনে জানবার ইচ্ছে জেগেছিল কার সাথে কথা হচ্ছিল ৷ বলল , "কে গো?" আমার মাথায় বদবুদ্ধি চাপল , জানি কি বললে ওর curiosity লেবেলটা বাড়বে ৷ আর যতক্ষণ না সেটা জানতে পারবে হোলসেল রেটে অক্লান্ত ভাবে ও " বলো" বলে যাবে , তাই আমি উত্তর দিলাম , "বয়ফ্রেন্ড" "আহ্ !! বলো না কে ফোন করেছিল ?? " "বললাম তো বয়ফ্রেন্ড , জিগেস করল বর বাড়ী আছে , বললাম হ্যাঁ , কেন ? বলল অনলাইন এস " "আরে বাবা বাজে কথা বাদ দাও , বলো না কে করেছিল , বলো বলো , কি হলো বলো , বলোনা , বলোনা !!! বলো, বলো??" "আরে বললাম তো , তুমি বিশ্বাস না করলে

ছোট্ট পত্রিকা

আমরা দুজন যেহেতু একদম সমবয়সী আমাদের ফেলে আসা বছরগুলোর ইতিবৃত্তগুলো কোথাও মিলেমিশে যায় আবার কোথাও আবার একদমই উল্টোদিকে বয় ৷  আলাপ... বন্ধুত্ব ... ভালোলাগা.... ভালোবাসার তখন ঢের দেরি ৷ আমি যখন কন্ভেন্ট স্কুলের নিয়ম , পরীক্ষা , পড়াশুনোর জালে বাঁধা ৷ ফাঁক পেলে সুকুমার সমগ্র , শিবরামের জগতে একটু ঘোরাঘুরি , পাড়ার বন্ধুদের সাথে ক্রীকেট খেলা আর মা'র চোখ এড়িয়ে দাদা যখন চিত্রহার দেখে তথন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের শাহরুখ - কাজলের এক ঝলকে মুগ্ধ হওয়া ৷ তখন কুমার বাহাদুরের জীবনে এ কদম অন্য খাতে ৷ পড়াশুনার ফাঁক-ফোকরে তার সঙ্গি শঙ্কর , টেনিদা , ফেলুদা ৷ এক লোডসেডিং এর সন্ধ্যেতে দাদার সাথে আড্ডা দিতে দিতে হঠাৎ ঠিক করে ফেলা বাবাদের মতন একটা হাতে লেখা পত্রিকা বের করার ৷ নিজের , স্কুলের বন্ধুদের , দাদা , দিদি , জেঠু , দিদা , পিসিদের লেখা নিয়ে তৈরি করে ফেলে এমন একটা হাতে লেখা পত্রিকা যার সাহিত্য জগতে কোন দাম না থাকলেও স্মৃতিররাজ্যে তা অমূল্য, নাম , "ছোট্ট পত্রিকা " ৷ ঐ বয়সের মিষ্টি মিষ্টি লেখা ৷ যেগুলো এখন পড়ে বেশ হাসিই পায় , হাসেও , জোর করে হাত থেকে টেনে নিয়ে বলে "না না এটা পড়