Skip to main content

Posts

Showing posts from October, 2017

একটা ঝগড়ার সাইড এফেক্ট

একটা ঝগড়ার নানা রকম সাইড এফেক্ট আছে । এই যে আমি, আমার মনে হয় মাঝে মাঝে ঝগড়া হওয়া ভালো। খুউউব ভালো। ঝগড়া হলে ভালোবাসা বাড়ে কি কমে সে গপ্পে যাচ্ছি না, তবে হ্যাঁ, যেটা হয় সেটা হলো অনেকগুলো দরকারি জমে থাকা কাজ সারা হয় বটে । এই যেমন কাল বিকেল থেকে কুমারের সাথে বোলচাল বন্ধ থাকায় ভালই হলো। ঝগড়ার কারণ যাই হোক না কেন নিয়ম অনুযায়ী সব দোষই কুমারের। কারণ বিয়ের পর পরই কোনো এক ঝামেলার সময় কুমার বলেছিল যা হয়েছে, যা হচ্ছে এবং যা হবে সব কিছুর জন্যই আমিই দায়ী। যদি তোমায় মশা কামরায় সে দায় আমার এবং যদি পশ্চিমবঙ্গে ভূমিকম্প হয় সে দায়ও আমারই।সেই সূত্র অনুযায়ী ঝগড়া যেই করুক, যাই নিয়ে হোক কেন, ফোন চার্জে বসিয়ে সুইচ দিতে ভুলে যাওয়ার মতন হালকা ঝগড়া থেকে ঠিক কথার ভুল মানে করার মতন ভারী ঝগড়া, সব কিছুর জন্য কুমার বাহাদুরই দায়ী। তো দায় যখন তার, রাগ যে আমারই হবে সেটা বলাই বাহুল্য। একে তো ঝগড়ার দায় তার, তারওপর সে যদি রাগ করে, সে কেন রাগ করেছে... এই দুইয়ে মিলে আমার ডবল রাগ এবং তেজ। তা এত রাগ এবং তেজ নিয়ে চুপ চাপ কি বসে থাকা সম্ভব???? তাই শুরু করে দিলাম কাজ। স্কুলের কিছু কাজ নিয়ে এসেছিলাম, সেই কাজ ফটাফট সেরে নিলা

উড়িষ্যার পথে পথে

এপ্রিলে পাহাড় থেকে ফিরে এসেই আমরা তোড়জোড় শুরু করেছিলাম পুজোর। সারা বছরে কোথাও বেড়াতে যাওয়া হোক বা না হোক পুজোর বেড়ানোটা একদম স্কুলের annual স্পোর্টস এর মতনই ফিক্সড থাকে। এবারের গন্তব্য ছিল উড়িষ্যার দারিংবাড়ি। টিকিট কাটা হয়ে গেল। অনলাইনে এ ঘর বুক করতে গিয়ে দেখি দারিংবাড়ির সব হোটেলের বুকিং ফুল। এদিকে ব্রহ্মপুরের টিকিট কাটা হয়ে গেছে। কোথায় যাওয়া যায় সেই নিয়ে খোঁজাখুঁজি করে ফাইনাল ডেস্টিনেশন ঠিক হল ফুলবনি, বেলঘর, তপ্তপানি এবং পুরী । আমাদের ফেরার ট্রেন ছিল পুরী থেকে তাই পুরীতেও এক চক্কর মেরেই আসবো ঠিক হলো। যাওয়ার আগে খুব একটা নিশ্চিত ছিলাম না কেমন হবে জায়গা গুলো; কি ভাবে রুট প্ল্যান করলে ঘোরাটা একদম ঠিকঠাক হবে তাও জানা ছিলনা, কারণ দারিংবাড়ির অনেক তথ্য অনলাইনে থাকলেও ফুলবনি আর বেলঘর এর ব্যাপারে খুব বেশি তথ্য নেট থেকে পাইনি। দুগ্গা দুগ্গা করে চারবন্ধুতে পাড়ি দিলুম অন্যরকম উড়িষ্যায়। ব্রহ্মপুর থেকে গাড়িতে ফুলবনি ( প্রায় ১৬৫ কিমি) পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গিয়েছিল। ওই দিন ফুলবনিতে দুর্গা বিসর্জন হচ্ছিল। কলকাতা থেকে এত দূরে দুর্গা বিসর্জন যে এত জমজমাটি হতে পারে কোনো ধারণাই ছিল না । ওই রা