একটি মানুষের curiosity লেবেল কতটা হতে পারে??!!! এতটাই যে সে একমিনিটে অন্তত ১৪-১৫ বার "বলো" বলতে পারে ৷ আজ সন্ধ্যে বেলায় একটা ফোন এসেছিল আমার, কোন নাম ওঠেনি একটা অপরিচিত নাম্বার ৷ যাইহোক ফোনটা ধরতে আমার সবচেয়ে ভালো বন্ধু বুঁচির গলা ভেসে এল , " ফাঁকা আছিস ??" "হ্যাঁ , কেন ?? " "অনলাইন আয় , কথা বলতে পারব না , দরকার আছে " "আচ্ছা , আসছি ৷" কুমার বাহাদুরের একতরফা কথা শুনে জানবার ইচ্ছে জেগেছিল কার সাথে কথা হচ্ছিল ৷ বলল , "কে গো?" আমার মাথায় বদবুদ্ধি চাপল , জানি কি বললে ওর curiosity লেবেলটা বাড়বে ৷ আর যতক্ষণ না সেটা জানতে পারবে হোলসেল রেটে অক্লান্ত ভাবে ও " বলো" বলে যাবে , তাই আমি উত্তর দিলাম , "বয়ফ্রেন্ড" "আহ্ !! বলো না কে ফোন করেছিল ?? " "বললাম তো বয়ফ্রেন্ড , জিগেস করল বর বাড়ী আছে , বললাম হ্যাঁ , কেন ? বলল অনলাইন এস " "আরে বাবা বাজে কথা বাদ দাও , বলো না কে করেছিল , বলো বলো , কি হলো বলো , বলোনা , বলোনা !!! বলো, বলো??" "আরে বললাম তো , তুমি বিশ্বাস না করলে ...
প্রতিদিনের একই ভাবে চলে চলা জীবনের, ছোট ছোট মুহূর্ত গুলোকে অক্ষরবন্দী করে এক চিলতে হাসির খোঁজেই এই ইচ্ছেলিখন।