রাস্তায় বেরোলে এত্ত কিছু ঘটতে থাকে আশপাশে যে বলতে শুরু করলে শেষ হইব না ৷ এইতো কাল, কুমারের সাথে বেড়িয়েছিলাম টুকটাক কাজে, উড়ুক্কু যানে মানে আমাদের বাহন honda activa তে চড়ে প্রথম পৌছলাম ছেলেদের জামাকাপড়ের দোকানে৷ আমার এক ভাই, যে কিনা ভাইফোঁটার আগেই বিদেশে পগার পাড় হবে তার জন্য একটা জামা কিনতে৷ কেনাকাটায় আমার একেবারেই রুচি নেই৷ তবুও প্রয়োজনে পড়লে যখন কিনতেই হয়, খুব বেশি সময় লাগে না ৷ ঝটপট দেখে চটপট কাজ সেরে ফেলি ৷ তো যা বলছিলুম জামা কেনা হয়ে গেলে , bill দেওয়ার অপেক্ষা করছি , আমাদের পাশে দাড়িয়ে কেনাকাটিং রত এক দম্পতির কথোপোকথন কানে এলঃ স্বামী - কটা নেবে, একটা না দুটো? স্ত্রী - আরে, দুটো তো নিতেই হবে ৷ স্বামী - (ভুরু কুঁচকে) একটা ২০০ র মধ্যে নাও আর একটা ৫০০ ৷ স্ত্রী - কেন????? স্বামী - আরে যাবে তো সবই এক জায়গায় ৷তাছাড়া বড়ছেলে টা সরকারি চাকরি করে , ওর জন্য দামী নাও , ছোটটাতো বেকার , ওকে ফালতু দামী দিয়ে কি হবে ??? স্ত্রী - যাহ্ , এরকম হয় নাকি??? স্বামী : হয় হয়, GST র মার্কেটে সওব হয়। স্ত্রী - উফ্ .... এর মধ্যে আবার GST এল কোথা থেকে ... তোমার সব ব্যাপারেই GST ... GST র জন্য আর কি কি ...
প্রতিদিনের একই ভাবে চলে চলা জীবনের, ছোট ছোট মুহূর্ত গুলোকে অক্ষরবন্দী করে এক চিলতে হাসির খোঁজেই এই ইচ্ছেলিখন।